ভিশন: বিআরডিবি’র রুপকল্প মানব সংগঠনভিত্তিক উন্নত পল্লী, যে পল্লীতে মানুষের জীবন শতধারে বিকশিত এবং যে পল্লী মানুষের সমৃদ্ধ জনপদ। সরকারের ইশতেহারে ঘোষিত লক্ষ্যের সাথে বিআরডিবি’র রুপকল্পের সাদৃশ্য রয়েছে।
মিশন: পল্লীর জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ, মূলধন সৃজন, আধুনিক প্রযুক্তি, বিদ্যমান সুযোগ ও সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আত্মনির্ভরশীল সমৃদ্ধ পল্লী সৃজন। সরকারের অনগ্রসর পল্লীর উন্নয়ন এবং অবিকশিত জনগোষ্ঠীর বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল পল্লী জনপদ সৃজনের প্রয়াসে বিআরডিবি-ই পথিকৃতের ভূমিকা গ্রহণ করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস